জলের মতন : অচিন মিত্র

কবি অচিন মিত্রের বই "জলের মতন"  । প্রকাশক- কবিতা ক্যাম্পাস । প্রকাশ: কলকাতা বইমেলা-২০১৮। দাম : ১২০টাকা ।

' অর্থ আছে , অর্থ থাকে , প্রতিটি শব্দ প্রতি ধ্বনির আড়ালে..' এভাবেই জানিয়ে দিয়েছেন প্রতিটি লেখার লেখা হয়ে ওঠার পেছনে অর্থ থাকে সেটা তার বহিরঙ্গে হোক কিংবা আড়ালে..। পাঁচ ফর্মার এই বইটিতে এমন অনেক অস্ত্র লুকিয়ে রেখেছেন যেখানেই খুলে পড়ি এক একটা ঘোলাটে অন্ধকারে ঢুকিয়ে আবেশ ধরিয়ে দেয়। ঠিক যেমন উনি বলেছেন - ' মেঘের রং ঘোলাটে। বৃষ্টির আভাস নাকি চোখ রাঙানো বোঝা যাচ্ছে না।..' ।এক একটা কবিতা ঠিক তেমনই আঘাত হানছে আবার কখনো প্রেমের স্তরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে..। ঠিক যেমন 'ভাবনা' কবিতায় উনি বলেছেন - ' আমাকে কি নির্লজ্জ বলা চলে? যায় না আসে না কিছু তাতে। তুমি জানো । তুমিই তো।'

           ' কার্যকর একটি শ্মশানের খোঁজে' কবিতায় কবি তুলে এনেছেন জীবনের একটি যাত্রা বা জার্নির কথা । জীবনের দর্শন ফুটিয়ে কবিতাটিকে গড়ে তুলেছেন একটি পথের রূপ দিয়ে। একটি যাত্রা একটি জীবনকে কোথায় নিয়ে যেতে পারে । লক্ষ্যের পেছনে এগিয়ে একজন কোথায় এসে পৌঁছন তারই উত্তর হয়তো কবি এই কবিতায় অনুসন্ধিৎসার সুরে জানতে চেয়েছেন ।
          ঠিক আবার 'ঘুঙুর' কবিতায় একটি তরঙ্গের সুরে তার কবিতাকে বেঁধেছেন। যেখানে তিনি লিখেছেন- 'ভেসে যাবে ভুল সংলাপ।... ... ঢেউ ইঙ্গিতে ফোটাবে কথা ফুলের মতন।'

এমন ভালোলাগা পুরো বইটির বেশিরভাগ কবিতা জুড়ে। এতেই পড়া শেষ না। আর বেশ কয়েকবার পড়লে হয়তো সবটুকু বুঝে ওঠার কাছাকাছি পৌঁছতে পারবো বলে মনে করি। মুগ্ধ করেছে বেশ কিছু কবিতা..। সর্বোপরি ভালো লাগার একটি বই..।

No comments:

Post a Comment