আলোছায়া মায়াময় : সমীরণ চক্রবর্ত্তী

পড়লাম কবি সমীরণ চক্রবর্ত্তীর প্রথম কাব্যগ্রন্থ "আলোছায়া মায়াময়" । বইটি পড়ে যেটুকু ব্যক্তিগত ভাবে বলার মতো মনে হলো তাই ব্যক্ত করছি ।

বইটি কবিতাগুলি পড়ে যে কথাটি প্রথমেই মনে এসেছে তা হলো কবিতাগুলি বিভিন্ন সময়ের লেখা। তাই কবিতাগুলি পড়ে কবির সময়ের পরিবর্তনটা চোখে পড়েছে বেশ। যে কবিতাটি বইয়ের নামকরণে উঠে এসেছে অর্থাৎ "আলোছায়া মায়াময়" কবিতার ছটি ভাগ করা হয়েছে ।
" শান্ত সরোবর থেকে উড়ে গেল শেষ পানকৌড়িটি , ..."
এরকম প্রায় প্রতিটি কবিতায় এত উজ্জ্বল চিত্রকল্প ফুটিয়ে ধরেছেন যেগুলো পড়লেই গ্রাম বাংলার সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটতে শুরু করে মনের ভেতর। ঠিক যেমন ওই কবিতার পঞ্চম অংশে কবি লিখেছেন
"মাড়ানো ঘাসের পথে রাত নামে ,
পরশ লেগেছে চাঁদের পাড়ায়.."

কিংবা তৃতীয় অংশে ঠিক যেমন লিখেছেন

"নাব্যতা হারানো নদীটি বড়োই রহস্যময়ী
মুহূর্তে খাল হয়ে যায় গর্ভবতী নদী.."

একধারে কবি চিত্রকল্প সাজিয়ে সাজিয়ে কবিতার নির্মাণ কার্য করে যাচ্ছেন অন্যদিকে জীবনের সত্যকে তুলে ধরছেন ।
এরকমই আরো একটি কবিতায় যেমন কবি বলে চলেছেন
"হাইওয়েতে বিকল হয়েছে রাত
অসহায় চাঁদ ঝুলে আছে
মেঘ তারাদের নীরব সালিশি সভায়.."
সত্যিই হাইওয়েতে রাত্রি বিকলই হয়ে যায়..। আর তা দেখার জন্য আমাদের দেখার চোখগুলো সচেতন ভাবে খুলে রাখতে হয়..। ছবিগুলো চোখ বন্ধ করলেই ঢুকে পড়ছে মাথার ভেতর । বইটির শেষের দিকে কবিতা গুলি থেকে আবার আমরা কবির প্রেম চিন্তন নিয়ে কবিতা পেয়ে যায় । যেখানে কবি তার কবিতায় বলছেন
".. তোমার জন্য দুটো পাহাড় কিনেছি.." কিংবা "...পাহাড়ের বুকচিড়ে নেমে আসা ফেনিল ঝরনা নাইয়ে দেবে তোমায় আমায় , আদিম লালসায়.."
কবি তার কবিতায় প্রেমভাবনা দিয়ে কবিতার উদ্দেশ্য কে আরো সফল করতে চেয়েছেন ।  এই প্রেমনিবেদন যেন স্বপ্নের..। এরকম কিছু কিছু কবিতা সত্যিই মন কেড়ে গেল..। সমস্ত কবিতা হয়তো সেভাবে ভালো লাগেনি। কিন্তু কবিতার বই হিসেবে "আলোছায়া মায়াময়" খুবই আকর্ষণীয় লেগেছে..।


ধন্যবাদের সহিত ,
সুজিত মান্না

No comments:

Post a Comment