স্রোতস্বিনী পত্রিকার আলোচনা

স্রোতস্বিনী পঞ্চম বর্ষ | সপ্তম সংখ্যা | শীত | ১৪২৪ || ২০১৭
সম্পাদক অচিন মিত্র 


বাংলা কবিতার দুই অতিপরিচিত পাঠকপ্রিয় কবি উৎপলকুমার বসু ও আলোক সরকারকে শ্রদ্ধার্ঘ জানানোর ওপর ভর করে কিংবা বলা যেতে পারে ওনাদের স্মরণ করে একটি সংখ্যা..। যেই ক্রোড়পত্রে "আলোক সরকার আলোকোজ্জ্বল শব্দের স্থপতি" শিরোনামে কলম ধরেছেন গৌরাঙ্গ মিত্র । যে লেখায় উনি কবির বিভিন্ন কবিতার লাইন তুলে তাদের বিশ্লেষণ টেনে বিষয়বস্তুকে আরো সমৃদ্ধ করেছেন । পরিপূর্ণ একটি গদ্য যা পাঠককে একটি প্রশান্তির জায়গা এনে দেবে..। কবি আলোক সরকারের প্রসঙ্গ নিয়েই তাপস রায় লিখেছেন " সংবেদন রং , তার দিব্যতা" শিরোনামে একটি গদ্য । এছাড়াও কবির স্মরণে ওনার চারটি কবিতাও রাখা হয়েছে যারা ওনার কবিতার সাথে ওনার এক একটা বই যেমন "অন্ধকার উৎসব" "আলোকিত সমন্বয়" "বিশুদ্ধ অরণ্য" প্রভৃতি কোনো বইয়ের সাথে পরিচিতি হননি এখনো কবির কিছু কবিতা পত্রিকার পাতায় পড়ে ফেলার স্বাদ নিতে পারেন..। " 'গাছ শুধু ঘুরে বেড়াতেই চায়':প্রসঙ্গ উৎপলকুমার বসু " শিরোনামে সায়ন্তনী ভট্টাচার্য লিখেছেন একটি গদ্য..। যে কবি উৎপলকুমার বসু মানুষের মনে এত প্রিয় সেই কবির কবিতাভাবনা ও কবিতার টুকরো টুকরো বিশ্লেষণ করে গদ্যটিকে সমৃদ্ধ করে রেখেছেন..। সাথে উপরিপাওনা হিসেবে পড়তে পেয়ে যাবেন কবির স্রোতস্বিনী পত্রিকাই পূর্বে প্রকাশিত দুটি কবিতা..। এছাড়াও পত্রিকায় প্রকাশিত হয়েছে চূর্ণ কবিতা , গুচ্ছ কবিতা সহ অসংখ্য কবিতা এবং নির্বাচিত কবিদের কবিতাভাবনা । অণুগল্প গল্প নিবন্ধ এবং যাবতীয় বই আলোচনা সহ ঝকঝকে একটি উল্লেখযোগ্য সংখ্যা যা পাঠক দাবি করে..। প্রচ্ছদ ও অলংকরণ : তিলোত্তমা বসু ও অনীশ সাহা ।

No comments:

Post a Comment