Saturday 17 November 2018

বিশ্বজিৎ মাহাত



ভিক্ষুক 

শহরে আধুলি ওড়ে,
অসাড় দোকানি থেকে ভিখিরির ঝুলিতে নেমেছে

সে ঝুলিতে কত আলো,
আধুলি, গায়ক দল প্রতিপলে কোলাকুলি হয়

জ্বালামুখো, গান শোনে আদুল শরীরে
স্নেহ কাকে বলে বোঝে

এ স্নেহে মানুষ তুমি,
লাউ ডাঁটা হয়ে ঘরে ফিরো



সর্বনাশ 

সর্বনাশ বেহালা বাদক
অগণিত তার হাত। নিরঙ্কুশ সুরে সিক্ত
জন্ম নেয় সীমান্তের পাশে, দূর-ক্ষেতে, শহরেও

অসহায় ভেকধারী ভ্যাংচানো যুবক

কোনো মায়া পুষে পুষে
আমিও মুছব একদিন

নচেৎ পৃথিবী পালটাবে না

No comments:

Post a Comment