Wednesday 18 October 2017

একরাম আজাদ

আলৌকিক অশ্ব 

অগ্রজ কবিগণ হঠাৎ অশ্ব নিয়ে মেতে উঠলেই আমার মনে পড়লো মা শৈশবে খুব ঘোড়ার গল্প শোনাতেন: কালো লাল শ্বেত ঘোড়ার গল্প। প্রায়ই তন্ময় হয়ে আমি শাদা ঘোড়ার পিটে অলৌকিক বিশ্বের দিকে রওনা হতাম। আপ্লুত হয়ে, ভয়ার্ত হয়ে, বিষণ্ণ হয়ে  নানান রঙের ঘোড়ার দেশে ঘুমিয়ে পরতাম রোজ।

যৌবনের দিকে এগিয়ে যেতেই আমার ঘোড়ার আকৃতি বদলে গেলো।  এখনো আমি ঘোড়া খুব পছন্দ করি: উজ্জ্বল সোনালী ঘোড়া। তীব্র যৌবনময়ী কোনো অশ্ব, যার চারটি খুঁরের পরিবর্তে থাকবে তুলতুলে বিশটি আঙুল আর মাংশল দুটি মাত্র পা এবং তার আরোহী হয়েই অলৌকিক স্বর্গের উদ্যানে পৌঁছে যাবো আমি।

এখন অশ্ব মানে বুঝি মৈথুনমত্ত কোনো সোনালী চুলের নারী, যে ঘোড়ার ভঙ্গিতে আসন নিতে জানে।



No comments:

Post a Comment