Wednesday 18 October 2017

জ‍্যোতির্ময় মুখার্জি

অভ‍্যস্থ যাযাবর


জোরালো কিছু নারীর ঠোঁটে লেগে থাকে আরবীয় উদাসীনতা

ক্রমে ধ্বংসের দিকে
সংস্কারে বর্বর দাবানল
সৌভাগ্যক্রমে অস্থায়ী ঠিকানায় স্থাপিত হলো রমণীয় সাম্রাজ্য

সব শব্দই ওয়ানস্ আপন্ আ টাইম্
সব শব্দই একান্নবর্তীতার বৃত্ত ছিঁড়ে গুঁড়ো গুঁড়ো ঐকতানে শক্তি বৃদ্ধি করে

ঐক্য
স্রোতের ভিতর
তান
চোখ বেঁধে বহু দূরবর্তী হাড়ি ভাঙে

অতঃপর, স্মার্ট নাগরিক ধুলোর নিচে চাপা পড়ে থাকে অভ‍্যস্ত যাযাবর।





দাহ্য ধুলো


সুতরাং, প্রেম একটি ত্রিমাত্রিক দৃষ্টিকোণ ছাড়া কিছুই নয়

কিছু হিসেবী দিন আর
বেহিসেবি রাতের মধ‍্যবর্তীতে এক মহাকাশ শূন‍্যতা আসে যখন 
তা আসলে আসন পাততেই চায়

অতঃপর এক যাযাবর জোৎস্না
বিপর্যয়ে তার অবাধ আনাগোন

হাত বাড়িয়ে নিলাম
যদি এলোচুল নামিয়ে রাখো
পরম বিশ্বাসে
হয়তো থমকে যাবে
আঙুলের ফাঁকে জড়িয়ে
শাড়ির অবশিষ্ট খুঁট

এই হস্তশিল্পের সপক্ষে যুক্তি এমনই নিটোল যাতে সমৃদ্ধ হয়
কিছু আটপৌরে বিশেষণ 

তখন বেসরম্
তুমি শাড়ি খুললে
আমি ডুবিয়ে নিলাম
মেপে নিয়ে কিছু দাহ্য ধুলো

2 comments:

  1. Sonali Mandal Aich18 October 2017 at 20:26

    পড়ে খুব তৃপ্তি পাওয়া যায় কিছুক্ষণ ভাবতে হয় বলে যায় বুঁদ হয়ে যেতে হয় ...

    ReplyDelete
  2. জ‍্যোতির্ময় মুখার্জি19 October 2017 at 12:29

    ধন্যবাদ দিদি

    ReplyDelete