Wednesday 18 October 2017

সম্পাদকীয়

অন্তহীন -১৩


"...
 তোমার তরবারি যদি বিদ্ধ করে আমার শরীর ও মন
কী আসে যায় ! আমার তো রয়েছে কবিতা অমর
                         কবিতা ছুরির চেয়ে বেশি শক্তিমান ।
আমার দুঃখে যদি সমুদ্র শুকোয়―আকাশ নড়ে
                                    কী আসে যায় ―
দুঃখের পাখায় ভেসে কবিতার মধুর উড়ান হবে ঠিক..."

                   ― (কবি -হোসে মার্তি , অনুবাদ - সন্দীপ সেনগুপ্ত )


এটাই যে পৃথিবীতে যা কিছুই ঘটে যাক যদি হাজারো আঘাত আমাদের শরীরকে ভয়ংকর থেকে আরো ভয়ংকর হতে শেখায় তবুও আমাদের সবচেয়ে বড় সম্বল আমাদের সম্পদ এই কবিতায়..। হাজার দুঃখ কষ্ট জীবনের উঁচু নিচু যাবতীয় পর্যায় পেরিয়ে আমরা কবিতার কাছে অন্য এক ব্যাক্তি হয়ে উঠি..। আমরা চাই নিজেদের সমস্ত ফেলে আসা খারাপ ভালোকে ভুলে গিয়ে বাকি জীবনের জ্বালানি খুঁজে নিতে..। আমরা পারি..। সত্যিই পারি..। আমরা যেই সময়ে দাঁড়িয়ে আছি প্রতি নিয়ত কিছু না কিছু অঘটন আমাদের নাড়িয়ে দিয়ে যাচ্ছে..। আজ এখানে তো কাল অন্য পাড়ায় , অন্য কোনো প্রদেশে..। তার মাঝেই আমরা ক্রমে নিজেদের শিল্প চর্চাকে আরো এগিয়ে নিয়ে চলেছি..। একটু অগোছালো ভাবেই শুরু করলাম এবারের সম্পাদকীয়..। আসলে কী লিখবো আর কেন লিখবো এটাই বুঝে উঠতে পারছি না..। হ্যাঁ এটাই বলতে চাই যে বা যারা ঠিক এই কারণ টা কখনো ভাবেননি যে কী লিখবো ,অথচ লিখেই চলেছেন আমি অন্তত তাদের কুয়াশায় হারিয়ে ফেলার ভয় পাই..। সত্যিই ভয় হয়..। শারদীয়ার পর পর বের হবে বলেও অন্তহীন বের করতে পারলাম না...। কিছুটা খারাপ লাগা থেকেই যায়..। আজ বসে যখন দেখছি এত ভালো ভালো লেখা আমি প্রকাশ করতে পারছি, সত্যিই খুব গর্বিত মনে হচ্ছে..। এত ভালো লেখাকে সুযোগ করে দেওয়ার জন্য..।
       কিছুদিন আগেই অন্তহীন অক্টোবর সংখ্যা প্রকাশের জন্য কোনো বিজ্ঞপ্তি না করায় তেমন কোনো লেখাই দপ্তরে জমা পড়েনি..। কিছুটা খারাপ লাগা থেকেই কী করবো ভেবে পাইনি..। তাই হঠাৎ সিদ্ধান্ত দীপাবলিতে বিশেষ সংখ্যার প্রকাশ..। এবার সত্যিই খুব ভালো লাগছে এত এত লেখা পেয়েছি যে সম্পাদকীয় বেশি লিখে কাকেও এখানে বেশিক্ষন ধীরে ধরে রাখবো না..। একটাই চাওয়া সবাই সবার লেখা পড়বেন...। আসা করি পড়বেন..। সবাই খুব ভালো থাকুন...। এবং এই কালীপূজো খুব আনন্দ করুন...। ।



বিশেষ কৃতজ্ঞতা স্বীকার - ফারজানা মণি ( অলংকরণ )

No comments:

Post a Comment