Wednesday 17 May 2017

সুজিত মান্না

শিল্পকাঠি

বাঁধানো দাঁতের সারি নিয়ে
একদল কমবয়সী বিছানার পাশে টুকরো টুকরো হৃদয়
                                                            ছাড়তে ব্যস্ত
সভ্যতার অসঙ্গতিতে এখান থেকেই যে সুদৃশ্য বাচ্চা জন্ম নেবে
তার আকাশ জুড়ে নাচের উৎসব লেগে থাকবে কী ?
ডোরাকাটা সোয়েটার পরে
ধীরে ধীরে একটা শিশু রাস্তার ধারে
পুরোনো চটি পরে প্রতিদিনের ডাল-আলুর
               গলায় মালা আর কপালে সিঁদুরের তিলক
                                                          পরিয়ে দেয়
আমি রাজি আছি
   এসব ছেড়ে ছুড়ে
কৃষ্ণ সেজে আঁচলের গন্ধ পরিবর্তনে মন দিতে
বাঁশির সুরে সুরে নিয়মিত জীবনকে সুন্দর করার তাগিদে
নতুন নতুন বাচ্চার জন্ম দেবে আমার এই পথ
তাই বারবার
এই রাস্তার শেষে বসে থেকে
শাড়ির শিল্পকাঠি থেকে
রোজ রোজ মনে মনে নিয়ম করে আঁচল সরাতে বসি

সুজিত মান্না

ফেরার কথাও ছিলো

শেষ ট্রেনে বাড়ি ফেরার কথা ছিলো না
ভীষণ ভাবে অনুভব করতে পারি
                   সেদিন তারারা ছুটিতে হয়তো বা উল্টোপথে...
যেদিন প্রথম বিকেলকে রাত্রির করে দেখলাম
সেদিনই প্রথম অন্ধকার ঘরে
কোনো অবিশ্বাস ছাড়াই বুঝেছিলাম 
বিষণ্ণতার বিকেল জুড়ে যে শিশু প্রথম দাঁত হারানো টের পায়
সেই হারানো অনুভূতিরও বালিকার চোখ থাকে
অন্ধকার সিঁড়িতে দাঁড়িয়ে শেষ ট্রেনটাকে
                                                   চলে যেতে দেখেছি
দেখেছি বিদায় জানানো দূরপাল্লার চিলেকোঠায়
       চলে যাওয়া বাধ্য শিশুর মতো বিস্ময় মুখোমুখি
মাঝরাতে স্টেশন ছেড়েছি
ছেড়েছি অনুভবের ঠিকানায় নেশার মতো আছড়ে পড়া
                                                       রাত্রির বিছানা
ভাঙা নৌকো দেখে যেমন অনুভূতি আসে
দাড়িওয়ালা পুরুষের রাত্রিমুখ দেখলে অনুভব করি
রাত্রির রাজধানী জুড়ে
কে বলেছে প্রতিদিন পুরোনো প্রেম ফিরে আসেনা !

Thursday 11 May 2017

সুজিত মান্না

নদী তীরের রবিবার

একটা নদীর কথা বলবো
একটা কথা নদীকে বলবো
কত কান্নার বাষ্প ছেড়ে চলে গেছে এই নদীবুক থেকে
দুর্বার শিরায় শিরায় যে জল জমে থাকে
                                      সেটাও একদিন নদী...
সন্ধ্যাবেলা বিছানা থেকে অনেক দূরে থাকি
আকাশের তারারা হয়তো লুকিয়ে হাজারো কথা বলে নেয়
আমার প্রিয় এক তারা
যেটাকে রোজ আপন ভাবতে ভালো লাগে
সন্ধ্যা হলেই তার উপরে বহুদূর থেকে ফণা তুলতে থাকি
রোদ মাখা এই তারার মুখ বলে
                                                      আমি ভালো নেই
কেন জিজ্ঞাসা করবেন না
একটু বুঝুন আমি নদী থেকে এখানে এসেছি

বিস্মৃত কোলাহলে নিজেকে বারবার ডুবিয়ে মারার আগে
আশা আকাঙ্ক্ষার আরো একবার নতুনভাবে মৃত্যু ঘটিয়ে
আলস্য ভরা দিনগুলোর ঘ্যানঘ্যানানি শেষ করতে থাকি

ধসে যাওয়া ভিটে নিয়ে
একটা মানুষ জমে আছে একটা বাড়িকে ঘিরে
আমাদের হয়তো শনিবার আসে , সোমবার আসে
এলোমেলো নদীর তীরে এইসব প্রানের কোনো রবিবার থাকেনা