Thursday 11 May 2017

সুজিত মান্না

নদী তীরের রবিবার

একটা নদীর কথা বলবো
একটা কথা নদীকে বলবো
কত কান্নার বাষ্প ছেড়ে চলে গেছে এই নদীবুক থেকে
দুর্বার শিরায় শিরায় যে জল জমে থাকে
                                      সেটাও একদিন নদী...
সন্ধ্যাবেলা বিছানা থেকে অনেক দূরে থাকি
আকাশের তারারা হয়তো লুকিয়ে হাজারো কথা বলে নেয়
আমার প্রিয় এক তারা
যেটাকে রোজ আপন ভাবতে ভালো লাগে
সন্ধ্যা হলেই তার উপরে বহুদূর থেকে ফণা তুলতে থাকি
রোদ মাখা এই তারার মুখ বলে
                                                      আমি ভালো নেই
কেন জিজ্ঞাসা করবেন না
একটু বুঝুন আমি নদী থেকে এখানে এসেছি

বিস্মৃত কোলাহলে নিজেকে বারবার ডুবিয়ে মারার আগে
আশা আকাঙ্ক্ষার আরো একবার নতুনভাবে মৃত্যু ঘটিয়ে
আলস্য ভরা দিনগুলোর ঘ্যানঘ্যানানি শেষ করতে থাকি

ধসে যাওয়া ভিটে নিয়ে
একটা মানুষ জমে আছে একটা বাড়িকে ঘিরে
আমাদের হয়তো শনিবার আসে , সোমবার আসে
এলোমেলো নদীর তীরে এইসব প্রানের কোনো রবিবার থাকেনা

No comments:

Post a Comment