Saturday 17 November 2018

আফজল আলি

কলকাতার ঘুলঘুলি


যা হতে পারত বা যা হয়নি এ সব নিয়ে
উৎকণ্ঠার উপকূলে আলমারি খুলে লাভ নেই
চলো মালকিন , টেলিভিসন  দেখতে দেখতে কলকাতার ঘুলঘুলি ঘুরে আসি

গভীর উদ্বেগ সিমকার্ড চুরি করেছে
সেই ভদ্রলোকের গায়ে হলুদ  পাঞ্জাবি
যার পাযে হাওয়াই চপ্পল ছিল পরবর্তী  অর্ধেক জীবন
কোনো না কোনো বিবেচনার কাছে হেরে গিয়ে ঝিমঝিম করছে মাথা

ফাল্গুন মাস এসো , ঘুরে আসি কিছুটা অবক্ষয়ের বিরুদ্ধে
লড়াইটা ঠিক সামনাসামনি বা সামনে পিছনে নয়
একটি ক্লান্ত জীবনের ব্যাকরণ ওষুধ  ভেবে খেয়েছিল
তখন বেহেস্তের খাঁচা আরো আড়ষ্ট হতে হতে
জীবন দেখছিল আমাদের আঙুলের  পরিমাপ

ভেবে দেখো ভাইসব , এই দহন থেকে মুক্তি পেতে ঠিক কতদূর যাওয়া  দরকার
যাতে নাম  উজ্জ্বল আকারে থাকবে

ভাষার অতীত থেকে

   

অন্ধকার প্রতিস্থাপিত  হতে চাইছে
কোথাও  আর একটু ভালোবাসার  কথা
আর একটু ধৈর্যের উত্তরণ
চেনা পাখির গায়ের রঙ , কখনো হলুদ হয়ে যায়
কখনো ভরসা খুঁজতে আসা অচেনা ঠোঁট

কবিতার সে সব শব্দ অনর্থক নয়
যাবতীয় লজিক ভেঙে বিড়াল দৌড়াচ্ছে
অন্তরঙ্গ যা ছিল তাদের শক্তি উধাত্ত  আজ

ভাষার অতীত থেকে প্রতিদিন-ই ভাবি ভুলে যাব
কথার উসকানিতে ধোঁয়া উঠছে মনে
সামান্য শব্দের নেশা
  অসম্ভব জেনেই কাটালাম
যতটা যন্ত্রণা ব্যবহার করেছি , ছাঁকনি হিসেবে তা গ্রহণযোগ্য কিনা

No comments:

Post a Comment