Saturday 17 November 2018

অয়ন মন্ডল


পাঁজরের ব্যথা


চারিদিকে মৃত্যু স্বপ্ন
টেলিফোন বুথে দাঁড়িয়ে অশরীরী আত্মা

ফিরে এসো ভালোবাসা
পুরানো অভিমান ব্যালকনি থেকে নামিয়ে দাও

কাপড়ের নীচে
ব্রা শুকানোর দিন শেষ
খুলে ফেল সমস্ত বিষাদ
কাছে এসো
সুগন্ধী চুল বিছিয়ে দাও

শেষবারে দেখে নাও
কপালের তিলক
কবিতার খাতা
মনখারাপের কাজল

ভালোবাসো!
চন্দন কাঠের অপেক্ষা...

এসো! চুমু অপশন জামার বুক পকেটে
তোমার স্তন থেকে একফোঁটা দুধ বাঁচিয়ে রাখো

খিদে খিদে অভাবের সংসারে


চোখের আড়ালে



বরং আমাকে ভুলে যাওয়ার আগে
জামার হাতা গুটিয়ে নাও
গায়ে ছিটিয়ে নাও সুগন্ধী আতর
রবিবারের মৃত সবজি
প্র্যাকটিক্যাল খাতা
গাঢ় নীল রঙের লিপস্টিক
অবসাদের আকাশ চুঁইয়ে চুঁইয়ে এগোচ্ছে
কবিতার বাঁকে বাঁকে...

যে মানুষ ভালোবাসতে জানে না
তার একলা থাকার ঘরে টিকটিকির সঙ্গম দৃশ্যও বেমানান
তুমি চাইলেই শীতের বিছানার নীচে লুকিয়ে পড়তে পারো
টুকরো টুকরো করে দিতে পারো মোমের আলো

গ্রিলের ফাঁকে জমে থাকা আকাশ প্রদীপ নিভে গেলে
চোখের পলক সরিও না!

No comments:

Post a Comment