Tuesday 1 August 2017

তৈমুর খান






চারটি কবিতা 
         ১
        বাঁক
    ________
কত বাঁক আসে
নৌকারা ডুবতে ডুবতে জেগে ওঠে বাঁকে
দিন ও রাত্রিগুলি ঢেউ তোলে , হাসে
একে একে সব নৌকা নিরুদ্দেশে যায়
           ২
           নতুন রাস্তা 
        ___________
দু একটা নতুন রাস্তা
বিকেলের কলোনিতে রোজ খুঁজে ফিরি
দেখা হয় , প্রেমের সন্ন্যাসীরা ফিরে আসে ঘর
ঘরে ঘরে ভরে যায় প্রেমের বাগান
        ৩
       প্রস্তাব
   _________
গর্জন মুদ্রিত করি  চলো, বিদ্রোহ মুদ্রিত করি
বিবেকেরা চাবুক হাতে উঠে দাঁড়াক
বিবেকেরা সভ্যতা শাসন করুক
         ৪
         দীর্ঘ পথের শেষে 
       ________________
জলের দিকেই জল গড়িয়ে যেতে পারে
ইতিহাস শুধুই কঙ্কাল
দীর্ঘশ্বাস থেমে যায় মনীষীলোকের ক্লান্ত শিশুর
তবুও দাঁড়াই আমি তার অপেক্ষায়.... 

1 comment: