Tuesday 1 August 2017

অসীম মালিক

আঘাত

                 

গাছগুলো অস্থির হাওয়ায় দুলছে ,
একান্তই নিজস্বে ছন্দে ...

একটি গাছ অপর গাছকে জাপটে ধরে ,
আবার কখনও বা আঘাত করছে l
একে-অপরকে নিবিড় ভালবেসে l
              --রক্ত ঝরছে না l

সবুজ পাতায় অনুরণিত হয় ,
বৃষ্টি ও রোদ্দুরের কবিতা l
ঝড়ের কবিতা গাছের নিকট উপেক্ষিত l
মেঘের কবিতা গাছেরই লেখা l
                  একমাত্র মাটিই যার মর্মার্থ বোঝে ...

গাছের পাঠশালায় পড়তে আসা অগণিত মানুষ
মেঘপুঞ্জে ভেসে  বেড়ায় ,
                   কিন্তু বৃষ্টির অর্থ বোঝেনা l

কুঠারের পিছনে গাছের হাতল লাগিয়ে
শিকড় খুঁজে না পাওয়া মানুষগুলো
                  লিখছে রক্তের কবিতা l 

1 comment: