Tuesday 1 August 2017

উৎপল বন্দ্যোপাধ্যায়




পকেটে চাঁদের টুকরো




মেঘের সাথে গল্প করি গভীর জঙ্গলে
মেঘও আমার পাশে শুয়ে পড়ে
                      ঘাসের ভেতর
একটি জলপায়রা উড়ে আসে
খানিকটা আদর খেয়ে উড়ে যায়
ভেসে আসে বাতিল রিংটোন
অসম্ভব পিছুটানে ছিঁড়ে গেছে                    
                 গিটারের তার
 সিক্রেট টেম্প্ টেশনের খুশবু
        এতদূর কিভাবে ছড়ালো ?

সে বার সন্ধ্যায় চাঁদ তোমার চিবুক ছুঁয়ে
টুকরো- টুকরো ঝরে পড়েছিল
তারই একখানা পকেটে রেখেছি

জানি জামা ছিঁড়ে যায়
তারও আগে খসে যায় সুগন্ধি বোতাম
আলোহীন মায়াহীন ধূসর পাথরের টুকরো
কেন যে  সযত্নে রাখি নিজেও জানিনা....





 নিউরোন


ঘুমানো সহজ
স্বপ্ন দেখা কঠিন

ঘুম ভাঙার সঙ্গেই কিছু স্বপ্ন ভেঙে গুঁড়ো
ফেলে দিই----এবং ফেলাই উচিত

যে স্বপ্নগুলো বিছানা থেকে লাফিয়ে
রান্নাঘরে বারান্দায় ফুটপাতে ঘুরে বেড়ায়
আর কিছু না হোক তাদের তো ছুঁতে পারি
তারা তো কাছাকাছিই থাকে

আজকাল ঘুমের মধ্যে
স্নায়ুতন্ত্র ঠিকঠাক কাজ করে
জেগে গেলে নিউরোন, ইফেক্টর ,রিসেপ্টর
সবাই অচল

1 comment: