Tuesday 1 August 2017

প্রদীপ কুমার ঘোষ



▪ স্ক্র‍্যাপবুক

পেজ - ১

দেবগুপ্ত পৃথিবী। তার কেটে গোল।
ফোনিমে সরগম্। খাঁজ খোঁজে শিকারি।
তরকারিতে এঁটো নুন। সরবতে পাখির মল।
হৃষ্টপুষ্ট চুপচাপ : অখাদ্য নৈঃশব্দ্য ভোজে জিভে লাল…
টপ্-টপ্।

পেজ - ২
গোষ্ঠীগত ছক : উড়ন্ত পায়রার গা থেকে ঝরে পড়ে
ফেদারটাচ্ কোড ল্যাংগুয়েজ। বিশুদ্ধ বিশ্বাসে
গৃহীত হয় নামাবলির পাঁঠা।
নঙ্ তৎপুরুষ ঘাঁটলে সক্কাল সক্কাল : গুরু বলে সন্মান দেয়
স্যালাড টু স্লামডগ। সিদ্ধান্ত : স্লামবার।

পেজ - ৩
জারজ বংশোদগম্। ভোর ভেবে চুষছো
বিকেলতাপ লজেন্স। এভাবে ক্লিটোরিস চাটনি।
শ্বাসঠাঁপ। ক্রমাগত উষ্ণায়ন। ভার্বাল ব্লোজব।
পাঁ*ফাঁক : বিভেদচিহ্নের উদারিকরণ। সেল!সেল!সেল!

পেজ - ৪
হুরহুরে বাতাস। গায়ে লাগাও। আর
ডিভাইন সুখসাগরে বলো - বিসমিল্লাহ্‌।
ফাংগাস অ্যাটাকে কুটকুট। সত্য।
তবু শেষ সত্য বস্তিদেশের চকোলেট।

পেজ - ৫
হসন্তধর্মী জীবন। কাঁটায় কাঁটায় হাতঘড়ি।
অদরখ্ বিশ্বাস - কড়াই কড়াই পাঠশালা।
দ্বিপদী ---- মনোরেল অ্যাকসিডেন্ট।
স্যাচুরেটেড ফুল মাগ কফি। হাফবয়েল ভূগোল।


▪ ট্যারেন্টুলা'জ স্পিচ

১.

কলকবজা-হাতুড়ি আমার গান চুরি করে
পলাতক। উঁচু বাঁশের মাথায় গরিলার
আর্তনাদ। আস্তে আস্তে পরিস্ফুট হচ্ছে আমার
ভয়েস। কোনোদিক থেকে বয়ে যাচ্ছে মৌসুমি বায়ূ।

আরাম দিয়ে শুইয়ে দাও আমায়। উঠবো না আর
পুরো একবিংশ শতাব্দী। ভাঙা কাঁচ জুড়ে
আমার জন্য হোক এক মদপাত্র। আমিও তো
এভাবেই বাঁচতে চাই - সেলোটেপের ফাঁকে হুইস্কির গন্ধে।

২.

বাতপতাকা দুলিয়ে ভূমিকম্প। অড়হড়ের ডালে
ভেসে যাচ্ছে - বুক।পেট।     আঁচল: খসিয়ে দাও
বাল্মীকি হাওয়া। পত্ররন্ধ্র টেনে নিক নিকোটিন শ্বাস।
হুবহু টুকে দিক - সালোকসংশ্লেষ। কোষবিভাজন।

ম্যারিনেট করা মাছে - ডিম বাঁচে? অবয়ব?
কত হৃৎপিন্ড - খুঁড়ে আনা যায় কবর পিরামিড।
নক্সাস ভূ-বৈচিত্র‍্য ঘেঁটে স্পঞ্জ রসগোল্লা তুলতুলে -
স্প্রিংয়ের উপর : উপর-নিচ। উপর-নিচ। উপর-নিচ।

৩.

রঙ গুললে মিক্সড ফ্লেভার। চাই
গ্লুকোজ : সার। কীটনাশক। বীজ।
রুপোর থালায় কোকিলের ডিম।
খুন্তিচেটে পরিষ্কার করছি খুচরো পাপ।

চুল ঘেঁটে এলিয়েন জালক। মিথ্যা
সংসার : কাব্য। গদ্য। নাটক।
ভ্যাজাইনাল ড্রামায় ঘাম পরিষ্কার করে
উদ্ভট মেথর। বাণী ঝাড়ে : চিচিং ফাক্।

1 comment: