Tuesday 1 August 2017

অরুণকুমার দাস


১।
প্রথম পাঠ





ঈশ্বরের হাতুড়িটা হারিয়ে যাবার পর
পুতুল বানানো ডাইসগুলো অযত্নে ইতিউতি ছড়ান

মোক্ষম সুযোগ হাতছাড়া করেনি শয়তান
শয়তান তার ডাইসগুলো ঈস্বরের ডাইসের সাথে
পালটে নিল

অটোডাইস, খুব দ্রুত পুতুল তৈরি হতে থাকল
হাতুড়ির আর প্রয়োজন হলনা

ক্লান্ত ঈস্বর যখন ঘুমোচ্ছিলেন তখন তার
সম্মুখে পুতুলগুলো ডাইকরে রাখা হল
ঈশ্বরের প্রশ্বাশে কোটি কোটি পুতুল প্রাণ  পায়

সেই থেকে পৃথিবীতে বর্ণ বৈশম্য আর বৈচিত্রের শুরু



২।
নকাউট পর্বের দর্শক আসনে আমি


বোতলের ভেতরের ঝড় উস্কে দিচ্ছে যে হাওয়া
শহর বিন্দাস,পারাপার নকাউট খেলছে
আমি তথাকথিত অক্ষরের ইতিহাস খুঁজি
পাবলিক বিকেল জলের ভঙ্গিতে  থৈ থৈ কথার কার্নিভাল
বারান্দার ওপারে মেঘ জমে চার পয়েন্ট হারালাম
স্ক্রিনে বিক্রিবাট্টার রঙ ফিকে যাসুস
বোতামের লম্বা দাঁড়িতে যে দুটো স্তন এখনো অদৃশ্য
তা আসলে ফ্যান্টাসি
আসল আয়নাটা বিক্রি হয়ে গেলে দ্বিতীয়
নকলে সংসার উপত্যকা
যে কোন ছাদে বসে ট্রাম করা যায়
জহুরীরা এভাবে ছাদ পাল্টালে খেলা জমে ক্ষীর

ধরো দুটো পরাবাস্তব ঘোড়া
একটাকে পকেটে ঢুকালে অন্যটা ছুটিপেয়ে
আকাশ বেড়াতে যাবে

No comments:

Post a Comment