Tuesday 1 August 2017

চয়ন দাশ


সিন্থেসাইসড শবনম





প্রতিটা প্রশ্নের কোণে শুন্যতা মিশে থাকে।
বরফজমা নদী গলে মুক্তি পাচ্ছে
শীতপ্রজন্মের পাখির দল।
আততায়ী বাক্যেরা বিসর্গজাতীয় গাছের ছায়ায়
জিরিয়ে নিচ্ছে ভাবিকাল। আমার আর তোমার
মৃতদেহের উপর বানিয়ে দিয়েছে বুকখোলা নারীর
গ্রানাইট স্কাল্পচার।
সর্বভুক পিঁপড়ের দল বিনা প্ররোচনায় ভিড় করে আসে।
ওদের সর্দার খোলাচিঠিয় জানিয়েছে,
আমাদের জারজ ঘিলুয় কোনো মৃগনাভির জীবাশ্ম নেই

 আমাদের দেহে নাকি কোনো , শ্বেতসার নেই

4 comments: