Tuesday 1 August 2017

মৃণালিনী


তবুও তো  আছি বেঁচে


           ১
কত অভিনয় কত ছলনা
কত যে ধাক্কা কত যে হোঁচট
নীরব সংখ্যার শূন্য-
একের পিঠে বেড়েই চলেছে ক্রমশ
ক্লান্তিহীন তার পথ, চলা অন্তহীন।

একটুকরো আকাশে মাঝে যন্ত্রণার অসীম নীলাকাশে
একটি তারা চাঁদের আলোয় টিম টিম জ্বলছে
              সবকিছু আঁকড়ে তবুও তো আছি বেঁচে।

                  ২
গ্রীষ্মের দুপুরে ছাতা- সান্ত্বনা বাক্যের আড়ালে
লম্বা ছায়ার সঙ্গে কত যে পথ হেঁটেছি
       মরুচিকার উপদেশে নির্জন মরুভূমিতে।




অসাড় শরীরে  স্বপ্নের রঙ কালো হতে হতে
দেখেছি ধূসর রঙ
               তবুও তো  আছি বেঁচে ।


            ৩

শ্রাবণের বর্ষাধারায় প্রতিবেশীর মুখোশ
বর্ষাস্নাত রাগ রাগিনী সবুজ আবেশে
       প্রতিদ্বন্দ্বী পরকীয়া দাবার কোর্ট।

সমুদ্রের ঢেউ- তোলপাড় কিনারায়
লবণাক্ত বিন্দু বিন্দু ফোঁটা
দিশেহারা-
প্রতিক্রিয়ার কাঁটায় বিদ্ধ প্রিয়ের শব
কাঁধের ওপরে অনাথ শোক-
জলন্ত চিতার আগুনে ওঠে আসা ছাই...
সিঁদুরে সিঁথি সংসার  রূপক-সাঙ্কেতিক-উপমা ঘেরা
                               তবুও তো আছি বেঁচে।

         
              ৪
Top of Form
রোজের গঞ্জনায় উঠে আসা বঞ্চিত জীবনে
সন্দেহ সমালোচনার ফুসলানির নাগপাশ
খালি পেটে হাসি মুখে নিঃসঙ্গ ঘরের কোন।
কালো হরফে নীরব বন্ধু
অক্ষরের গায়ে দু’জোড়া কালো চোখের গড়িয়ে পড়া
বিন্দু বিন্দু জলের নিজস্ব শ্রাবণ নিয়ে
                             তবুও তো আছি বেঁচে।

                   ৫
কত না অবহেলা কত না অপমান
কত না প্রভোলন কত না স্বার্থের বাণ
ঘাসফুলের ভাগ্যরেখায় ফুলদানীহারা
এক কোনে মাথা উঁচু করে আছি ফুটে
কখনও পায়ের চাপে দীর্ঘশ্বাস আত্মহারা
                   তবুও তো আছি বেঁচে।

                                                          

1 comment: