Tuesday 1 August 2017

জ্যোতির্ময় মুখার্জি

 শব্দরা এখানে কথা কয় 


হলুদ সন্ধ্যায় বায়বীয় অনুভূতিগুলো
সিলিং-এর ছোঁয়,
ভার্মিলিয়নে ভেজা মোটিফ গুলো ছিল যথাক্রমে এরকম -

১: ক্ষুধার্ত গ্লাস ।
২ : আধপোড়া সিগারেটে লিপস্টিকের দাগ ।
৩ : বাথটাবে গলন্ত শরীর ।

...... দৃশ্যগুলো দ্রুত সরে যেতে, নেশাতুর ঠোঁটে সর্পিল গতি।
মোটিফ গুলো তখন মায়োপিকে সুররিয়াল।

এখন তুমি পরস্পরের গায়ে হেলে থাকা তিনটে রেখা টানো, মোটিফ গুলো প্রতিস্থাপিত করো তিন বিন্দুতে,
তারপর ছেড়ে দাও কিছু শব্দ, শব্দরা এখন হাঁটুক... ছুটুক... ডিগবাজি খাক।


 ০ বাউন্ডারী



রেড সিগন্যাল, ট্রাফিক জ্যাম্, জেব্রা ক্রসিং তার পিঠের দাগটুকুও তুলে ফেলেছে ঘসে ঘসে... রাস্তায় টায়ারের দাগ দগদগে ঘায়ের মতো...

কিউ তে দাঁড়িয়ে সারি সারি মৃতদেহ, হয়তো দেখা যাচ্ছে না ওদের কিন্তু ওরা আছে, সীমা ছাড়ানোর অপেক্ষায় ....
পায়ে জড়িয়ে কাঁটাতার।

3 comments: