Tuesday 1 August 2017

শব্দরুপ ঃ রাহুল





আর কোনো ঝর্না নয়   অথবা জলপ্রপাত
এখনো রাস্তাগুলোর    পথিক নিয়ম বাকি
      হিসাবে যে সব অ্যালজেব্রার আঁচড়
  স্লেট পেন্সিলে দাগ মুছে গেলে
মৌ-বৃত্তের আঁতুড় কথা।কি হবে নীল লাল কবিতায়
ভোরের বর্ষা নামার আগেই
তুরীয় জ্যা-ক্লিপে    কেউকেউ স্বরবর্নীয় দহন
আবেদনের তুলিতে     কখনো দাবানল

তাই ভালো
ঘর পুড়ুক।মেঘ পুড়ুক।ফুল পুড়ুক।মোম পুড়ুক
আমরা বেশ প্রেমজনিত আতিথেতায়
ব্যর্থ নিকোটিনের চুমুক পরবর্তী

নয়নিকা।১-মুঠো ফলিত বনপলাশে
আকুল কাজলের টান  পারলে বন্যা দিও


2 comments:

  1. আহা। কবিতাটা দারুন লেগেছে

    ReplyDelete