Tuesday 1 August 2017

অয়ন মন্ডল

হতে পারে প্রেম! 


চশমা পরা যে মেয়েটা স্বপ্নে আমার
   কপালে হাত রেখেছিল

তাকে আমি ছুঁয়ে দেখিনি

এইভাবে রোজ তোতাপাখি আতাফলের সকাল নিয়ে আসে

আলিপুরদুয়ারে হোডিং জুড়ে যে মেয়েটা মিষ্টি হাসছে
হয়ত আমি তাকেই দেখেছি
      প্রজাপতি রঙে...

বৃষ্টি ভেজা শহর খালি পেটে বানভাসি হবার স্বপ্ন দেখল

অথচ রোজ কোথাও না কোথাও প্রেমের ফুল ফোটে

প্রতিক্ষায় দাঁড়িয়ে থাকা বাড়িগুলো হারিয়ে যাওয়া প্রেমের খোঁজ রাখে

এতক্ষণে লাল নীল পোশাকে যে মেয়েটাকে দেখলাম

তাকে আমি শ্রদ্ধা বলে ডাকি

1 comment: