Tuesday 1 August 2017

সিলভিয়া ঘোষ



প্রিজম বন্দী ইচ্ছেরা





প্রিজম বন্দী করেছিলাম
ইতি উতি উড়তে থাকা পাখির পালকের মতোন
কিছু ইচ্ছার ডানাদের

মোমবাতি হাতে নিয়ে লক্ষ্য করেছি
তার থেকে ঠিকরে বের হচ্ছে লাল, নীল, হলুদ, সবুজ
সব ইচ্ছেগুলো, যার গায়ে লেগে আছে ঝুলন, পুনম,
মৌমা, সিন্ধু, দীপা, বুলা, ছন্দার মতোন সোনার রঙের
সব পালক

আর কিছু ইচ্ছে পালকেরা লড়াই করে চলেছে
বেঁচে থাকার জন্য সেই আদি কাল থেকে সীতা, মাদ্রি,
 দ্রৌপদীরদের সাথে তাল মিলিয়ে, তাতে সামিল হয়েছে বাঘ নখের আঁচড়ে ঘায়েল সূচবিদ্ধ সাড়ে তিন

একটা একটা করে বেঁচে থাকা ইচ্ছা পালকদের
যুদ্ধ করতে শিখিয়ে দিচ্ছে, হেরে যাওয়া ইচ্ছেগুলো
জয় আসবেই, প্রিজম বন্দী সব ইচ্ছাদের রঙ হবে
সাত সুরে বাধা ধবধবে সাদা সেদিন......






প্রতিবিম্ব



প্রতিদিন নিয়ম করে তোমার সামনে
এসে দাঁড়াই, বারবার প্রশ্ন করি
কে বেশী বিজ্ঞানী....

প্রশ্ন শুনে তুমি খানিকটা হাসতে থাকো
তাসপর ঈশারা কর বুকেপ দিকে
যেন বলে দাও.....বুকে হাত রেখে বলতো
সাদা রঙ চেনো তো এখন!

তোমার আমার দেখা হওয়াটা
 রোজ জরুরী হয়ে উঠেছে
আরশির, তোমার উপর আমার
প্রতিবিম্ব কেমন যেন সাদা থেকে ধূসর হয়ে যাচ্ছে.....


2 comments:

  1. অপূর্ব। ...............।। যেন বলে দাও.....বুকে হাত রেখে বলতো
    সাদা রঙ চেনো তো এখন!

    ReplyDelete