Tuesday 1 August 2017

উদিত শর্মা




বৃষ্টি যখন



সকাল থেকেই শ্রাবন ধারা।
পুরোনো ছাতা টইটুম্বুর ভেজা জলে

টালীর ছাদ ফুঁরে টুপটাপ,
সারা ঘর ভেসে যায় ------
এখানে ওখানে ফেলে রাখা পাত্র থেকে
অপটু হাতে জল ছেঁকে চলি।

এতো বৃষ্টিতে আজ আর আসেনি কেউ
তবু দরজায় এ কার পদধ্বনি

সে আর কেউ নয়
হাজা হাতে বিশ্বজননী।

1 comment: