Tuesday 1 August 2017

সহ-সম্পাদকীয়


প্রচণ্ড দাবদাহে আমরা যখন বর্ষাঋতুকে ভুলতে বসেছি তখনই সাগরের বুকে গভীর ক্ষত নিম্নচাপের। ভাসিয়ে নিয়ে গেল জেলা থেকে জেলা। আমরা তবুও থেমে নেই, জলের উপর তরী ভাসিয়ে এগিয়ে চলেছি দৈনন্দিন জীবনে। ব্যাঙের ডাক যেন ঘুমপাড়ানি গান। ঝিঁ ঝিঁ পোকার মতো অন্ধকারে 'কবিতা'পাশকাটিয়ে চলে যায় আবার ফিরেও আসে। রোজকার পরিবর্তনের মতো পরিবর্তন ঘটছে কবিতায়। এই যেমন GST ঢুকে গেল আমাদের সংসারে। হয়তো একদিন কবিতারও কর দিতে হবে টিকে থাকার জন্য। তবুও আমরা থেমে থাকবো না, কবিতাকে বিসর্জন দেবো না। লিখতে থাকবো আপন খেয়ালে, 'জিরো বাউন্ডারি কনসেপ্ট 'কে কাঁধে করে। ২০-৫০ বছর পর হয়তো আবার বদলাবে  কবিতার ভাষা। নিয়ম করে যেমন শাসক পাল্টে যায়, ১৩ এর পর ১৪ এসে যেমন দেশের ভার কাঁধে তুলে নেয় তেমনই কোনো রাম নাথ কোবিন্দ কবিতাকে বহন করে নিয়ে চলে বিশ্ব দরবারে। আবিষ্কারই পৃথিবীকে পথ দেখিয়ে এসেছে, তাইতো আমরা আজও আবিষ্কারের উদ্দেশ্যে নিজেদেরকে ভাসিয়ে দিই। এভাবেই কবিতারা যুগ যুগ বেঁচে থাকবে আমাদের অন্তরে। সমস্ত পরিবর্তনকে মাথায় নিয়ে আমরা কবিতাকে নতুন পোশাক পরাবো। তাইতো প্রতিমাসে নতুন ভাবনার দিগন্ত খুলতে হাজির হই 'অন্তহীন' নিয়ে। আসুন আমরা সবাই সামিল হই এই সাহিত্যচর্চা, কবিতার মেলায়। যেখানে আমরা সবাই পসার সাজিয়ে রাখবো কবিতার।





অয়ন মন্ডল
সহ-সম্পাদক ,
অন্তহীন পত্রিকা

No comments:

Post a Comment