Tuesday 1 August 2017

দেবাশিস মুখোপাধ্যায়



ছোটো লেখা 



এই শান্ত ভাব
ঝরার বালাই নেই
আরেকটু লাই দিলে
ঝাঁপিয়ে নামবে বালক

২.
স্নান সারা পাতাদের গায়ে
অল্প রোদ
স্নিগ্ধ আলো
চোখ তোমাকে চাইছে

৩.
মেঘমল্লার শেষ হলে
ঠোঁটে রাগ ভাঁজতে ভাঁজতে
সরোদে
ডাক আসছে ,আকবর আকবর

৪.
উনুনের কাছে জল এলে
রান্না হয় না
টিনের চালের নীচে
ফুটো দেখছে স্মার্ট জীবন

৫.
নদী কাছে এলে
টের পায় শব্দ ভাঙনের
তোমার আমার দোষ নেই
এটাই প্রকৃতি

1 comment: