Tuesday 1 August 2017

বিশ্বজিৎ বাউনা


সহচরী


রোজ তুমি আমাকে যে শূন্যতা দাও
সেই হাঁ-মুখ প্রবণতায় ডুবে ডুবে যাই,
ক্ষয়ে ক্ষয়ে যাই প্রেমিক কাঠামোয়...

জোগাড় আস্থার নেপথ্যে অগাধ ভুগে যাচ্ছে যেভাবে শিকড়

আমি কোনোদিন উগরাতে পারব না
      দোঁ-আঁশ স্বপ্নের নিহত লাভা

চড়াও হওয়া গিরগিটি শুয়ে থাকে আজ
               আমার একচিলতে থ রাতের ফালি জুড়ে


পতন-স্বভাবী 


সরে যায় জল , স্রোত মুঠি ভেঙে
চামচের নড়াচড়া নেই থিতিয়ে যাওয়া সম্পর্কে​...

নিভে যাওয়া আলোয় রেঙে
কে ছাই ওড়ায় আড়াআড়ি ফের শূন্যের আবর্তে

একা একা গুমরাই যতবার , পাই টের-

চোখ থেকে ভিজে যাওয়া একাকী দৃশ্যের​ ডগায়
            আমি তো পতন-স্বভাবী

শুধু প্রেম আঁকড়াই ধুনুরি মুগ্ধতায় ।

1 comment: