Saturday 1 July 2017

ফারজানা মণি

আয়রন পাওয়ার 


১.
গুলাবি চুরটে পুড়ে গেছে আংটার মুখ
ছাই ছাই স্কিনটোন।ধূসর প্রভাতের আলোয় ঝলসানো শরীরটি আজ সিম্ফনি-

২.
কুয়াশায় সব ঝাপসা লাগে,মধ্যরাতের কামাসক্তির কাছে হেরে যাই - কখনো...
মুখ থুবড়ে তোমার সাত ইঞ্চি ফিতায় নিজেকে মেপে নিই... জড়িয়ে থাকা অর্গান টিস্যুতে মাতাল হতে খুব বেশি সময় ব্যয় করিনি.....

৩.
তোমার প্রতিটি নিঃশ্বাস আমার এডিকশন।শহর ঘুমিয়ে গেলে আমরা মেতে উঠি নিষিদ্ধ প্রলাপের বলয়ে।ডুবে যাই,ভার্জিনিটি ভঙ্গের উৎসবে....
প্রতিটি সঙ্গমের পর
আমরা আবার ভার্জিন হয়ে যাই
পরবর্তী নষ্টের অপেক্ষায়...

৪.
শীৎকার গুলো কেবল ফোনের ওপাশ থেকেই তুমি শোন....ইচ্ছেগুলো মেঘের মতো উড়তে থাকে- আমিও চাই দুজনে মিলে তৈরী হোক
নগ্নতার অভিধান....


৫. ফ্রেঞ্চ স্টাইলে ব্যাখ্যাহীন চুমু...যেখানে জিভের স্পর্শে আমরা পবিত্র হই প্রতিদিন......

7 comments:

  1. তোমার কবিতায় দেহ যেন কথা বলে। মন ভরে গেল।

    ReplyDelete
  2. Jyotirmoy Mukherjee1 July 2017 at 08:35

    এত স্বতঃস্ফূর্ত ও স্বচ্ছন্দে তুমি তোমার কবিতায় দেহ কে কবিতার মূল চরিত্র করে ফেলো কি করে?
    বিস্ময়াবিষ্ট মুগ্ধতা।

    ReplyDelete
  3. Khub valo kabita.... Kabitar janyai du:sahasi haOya. ...

    ReplyDelete
  4. মনি আমার খুব ভালো লাগল না...

    ReplyDelete
  5. মুগ্ধ হলাম। দারুন লিখছো ফারজানা।

    ReplyDelete
  6. ধন্যবাদ সবাইকে ☺

    ReplyDelete