Saturday 1 July 2017

পবন বর্মণ

একটা পাখি
         

সহসা একটা পাখি ধরতে চেয়েছি
বিয়ে করবো সংসার পাতবো
কিন্তু হাতে যে কলম গুঁজে নিয়েছি
হয়তো পাখি কলমকে লাঠি ভেবে উড়েই যাবে

কলমের দাগটাতেই কত মায়া হয়
কত শব্দ লুকিয়ে আছে তাতে
যদি এই শব্দকে বোমা বারুদ ভেবে নেয়
হয়তো পাখি গাছ থেকেই হারিয়ে যাবে

কিন্তু একটি কথা মজবুত করে গেঁথে রেখো
যেদিন লাঠি শক্ত ভাবে গুঁজে যাবে
সেদিন নানা পাখি বসে যাবে দাপট দেখিয়ে
শব্দগুলোতে চুমু করবে বারবার
আয়  .....  আয়   .....  আয়   .....

আজ নিশ্চিত নয় বলে কোন পাখিই নেই
পড়ে আছে আকাশ ভরতি ফোকলা হাসি

4 comments: