Saturday 1 July 2017

আনিস আহমেদ



বেদবাক্য

দু'হাতে লম্বা চওড়া মোটা মাথার লোকজন যত রোদ্দুরের গুড়ো মেখে যেন দূরদৃষ্টি চশমার ফাকে পড়ে থাকা ফাকা মাঠে শুকোচ্ছে সোডার বোতল ছেড়ে ডানা মেলে উড়তে থাকা জল থেকে একগাদা রঙিন হাতি হাত থেকে জাম্প মারে চোখকানা পাখি পাখা মেলে আরও একগাদা শিমুল পলাশ ফুল ফুলবিবিদের ঘোমটার মত ঝরে পড়ে ধুলোর শরীরে রিনরিন শব্দে বেদবাক্য আর যত রামায়ন মা আমি আর পড়তে চাইনে সীতার ভরাট স্তন কারুকার্যের মত নিতম্ব আমি কম্বলে দেখো আমার হাত পা লুকিয়ে ফেলেছি ...



উনুন

রোজ রোজ পাখিদের গান শুনে সোনা মেয়ে ড্রিঙ্ক করে রক্ত কালো করে ফ্যালে কয়লা হয়ে কালসাপ উঠে আসে উনুনের আগুনে গুনগুন গায় ফড়িং ও শালিকেরা শ্যালিকাকে সঙ্গে করে শপিংয়ের বাহানায় সাপ দেখে ফ্যালে ফালতু ছেলেদের কান্না মেশে শাড়ির আচলে অতএব চ্যালা বাশ ঢুকে যায় তাহাদের পিছনে পিচকিরি দিয়ে ওঠে কাঁদা দাদাদের আড্ডায় বেশ হইচই চিড়ে ভাজে ভজহরি পাল পালকের ঝাপটায় উনুন নিভে গেলে আশাহত বুড়োটা বিড়িতে টান মেরে সুখ চুষে খায় আর খানখান করে ফ্যালে আদরের সংসারে বুড়িটার হাল ফেরে জোয়ান ছেলের পোঁদ ধরে ধরে ধড়াস করে পড়ে একদিন হাত পা ভাঙে কিনা কিনারায় বসে দ্যাখে স্বয়ং ভগবান বানের মুখে ভেসে যাচ্ছে...

1 comment:

  1. শুভেচ্ছা ও ভালোবাসা নিও ভাইটি ... উনুন কবিতা টিতে জীবনের প্রতিচ্ছবি পরিষ্কার ভাবে ফুটে উঠেছে ।

    ReplyDelete