Saturday 1 July 2017

রিম্পা নাথ

এমন ভাবেই


এমন ভাবেই আমি নদী হয়ে যাবো
তবুও দেখো গায়ে । মাথায় আকাশের ছাপ
মাটি থেকে অনেক প্রজাপতি বেরোচ্ছে
পাতায় পাতায় মধুর গন্ধ ছোঁয়া
কেন আসছে তার বৃষ্টি কথা
সে তো কবে শুষ্ক লতায় মন লিখেছে
আমিই শুধু একা ঘুলঘুলিতে আঁটকে আছি
আজই হবে বোধয় নাটরের বনলতা সেন
                   শেষ পড়া  ।

4 comments: