Saturday 1 July 2017

ভজন দত্ত



সংসারীকথা

                     
১.      

খারাপের রা নেই

রাখি
থাকে থাকে মন

এস্পার ওস্পার
কোথাও তো ভরোসা নেই
রাম বা রহিম

চাঁদ খোয়া গেল মাঝপথে
বড়শিতে মাছ লাগে কই

ফাৎনায় কার
আনুভূমিক বাসনায়
অক্ষর পুড়ে যায়...

২.

ভাঁজে বিন্দুর নাম রাখি হীরা

আদরের পিপাসিত জিহ্বা
শিককাবাবের ঝালমশলায়

হায়
তৃণবৎ পুড়ে যায় সংসার

আরবসাগর থেকে জমা জল
এনে ঢাল বানাই
কিছু নষ্ট অক্ষর লিখি ছুটন্ত ঘোড়ায়...

৩.

পোশাকের শোক নেই
শুধু জড়ানো মায়ায় গায়
" এবার মরলে সুতো "

উত্তম অভিমান রেখে
কেউ সাহসী নির্বাসন খোঁজে
জগন্মোহনীতে
মজেছে এবিশ্ব এসংসার

পথের বাঁকে বাঁকে
ভালোবাসার
বিধিসম্মত সতর্কীকরণ লেখে কে... 

3 comments:

  1. ফাৎনায় কার / আনুভূমিক বাসনায় / অক্ষর পুড়ে যায় - জাস্ট ফাটাফাটি দাদা

    ReplyDelete
  2. Vnaje bindur nam rakhi hIra.,. Kichu Kichu uccaroN khub tIkhna ...

    ReplyDelete
  3. দারুন দারুন

    ReplyDelete