Saturday 1 July 2017

হরিৎ বন্দ্যোপাধ্যায়





গলির মানুষ







অলিগলি পেরিয়ে দিনান্তে যখন বাড়ি ফিরি
উঠোনে এসে দাঁড়াতেই টমি গা শোঁকে
মা বলে ----- তোকে এরকম দেখাচ্ছে কেন
যেন কোথাও থেকে হেরে বাড়ি ফিরছিস
অহনা বলে ----- অনেকক্ষণ তো বেরিয়েছ
তোমার তো আরও আগে ফেরা উচিত ছিল
মেয়ে অর্চি বলে ----- স্কুল ব্যাগের সরলতা
তোমার মুখে আর খুঁজে পাই না বাপি
গলি আমার থেকে এত কিছু নিয়ে নিয়েছে !








মুখোমুখি






একটা সময় মুখোমুখি নিজের সাথে
নিজের কথা নিজের মতো নিজের সাথে
একটা সময় আলোর সাথে
একটা সময় অন্ধকারে
একটা সময় আমার মতো
                    আমায় দেখা হৃদয়ঘরে
একটা সময় কষ্ট-কথা, একলা হয়ে নিজের ঘরে
নিজেই নিজের বন্ধু যখন
কষ্ট কেন একলা ঘরে ?



              

2 comments: