Saturday 1 July 2017

সৌম্যদীপ দাস

কণি---আরো একটি প্রেমিকা
         

আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে কণি।
তোমার খনির ভেতর এতো অন্ধকার কিসের?
এত নির্মম হতে পারে তোমার জ্বালামুখ?
প্রেম ও তুচ্ছ যন্ত্রণা পেরিয়ে আমি তো একটা প্রাসাদ বানাবো ভাবছি,
তোমার যোনির গহ্বরে।
আলো ঝালর বিদ্যুৎ দিয়ে গড়ে তুলবো রাজমহল।
কিন্তু এতো অন্ধকার কিসের কণি?

আমার দম বন্ধ হয়ে আসছে  কণি।
তোমার যোনির ভেতর আকাশ কোথায়?
খোলা আকাশ, ফালা ফালা হওয়া মেঘ
পড়ন্ত রোদ কোথায়?
কোথায় তোমার নাভির ভেতর গাছ? কোথায় শিকড়?

আমায় মুক্তি দাও কণি।
কোন মোহে এনে ফেলেছো এমন অন্ধকূপে?

তুমি ভুল করছো কণি
অরগাসমের লোভে আমি ঢুকে পড়িনি তোমার গহীনে,
আমি ঘর চেয়েছি, বাগান চেয়েছি, একটুকরো আকাশ চেয়েছি।
এমন ঘন অন্ধকার থেকে তুমি মুক্তি দাও কণি।
আমার দম আটকে আসছে
আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে।।।।।

No comments:

Post a Comment