Saturday 1 July 2017

বিপ্লব গঙ্গোপাধ্যায়

প্রোথিত  শিল্পভাবনা


যেভাবে ভাবনা আসে
চলে যায়  ধীরে ধীরে      বিস্মৃতির   ধুলোমুঠি   উড়ে
বাড়ির পুরানো  খিলানগুলি
ম্লান  হয়ে  শুষে নেয়  স্তব
আমার দরজা খোলা
চারণভূমির  অসীম  দিগন্ত  জানালার পাশে

সারাদিন  ঝরাপাতা
সারাদিন  রূপান্তরকামী  স্বর  বদলে বদলে যায়

তবু  ভাবনা ভাবনাগুলি গাছ হয়ে  বেঁচে  থাকে
মাটির গভীরে  ।

2 comments: