Saturday 1 July 2017

রাহুল গাঙ্গুলী

নৈর্ব্যক্তিক



(১)

ফিরে যাচ্ছি আমি।ফিরছো তুমিও
তারও বেশি কয়েকটা শব্দঋণ
কবিতা মাখামাখি
বেশ হতো।বেশ ছিলো
কালো চোখ - মৌনতায়
ফিরে গেল ক্ষমাহীন জল



(২)

ঘুম দাও।ঘুম দাও।ঘুমঘুম।ঘুম নাও
ঘোড়েল সময়কণায় বুদবুদানো বাড়ি
নেশাকারী অবশ হাত।রিমঝিম ঝিম

এপারে নাভিশাঁখ।ওপারে মুঠোখই



(৩)

বাতিলায়ানা পোস্টকার্ডে গোপন সংকেত
সংকেতে : চকিত গুহা।গুহামুখ।হইহই
ভুল করে ভুলে যাই।স্মৃতিভ্রংশ প্রেমিকের মতো
গোপনগোপনে স্মৃতি চুরি



(৪)

ভাঙা আয়নায় সুখ দাও
ভরা সুতো গা থেকে খুলে।জমি বৃষ্টির টান দাও
ভাসতেভাসতে শরীর জুড়ে।শরীর জুড়ে
জাগতীয়া সামুদ্রিক খেলা।তেজস্ক্রিয়তা উধাও
থেমে যাওয়া শিকারির মতোন



(৫)

পলিমাটি জমানো ছেঁড়াখোঁড়া শিলালিপিতে
যুধিষ্ঠিরের হাতমারা মৈথুন
বড়বাজার।মাসকাবারি।ক্লার্ক।সুদখোর।চাষি
এমনকি পাকা বেগুনের মতো
মালিক।শ্রমিক।বা ইউনিয়ন লিডার
চলো হে যুধিষ্ঠির : সকালের সাইরেনে চড়ুইভাতি

ধান ভুলে জটিল চন্দ্রমল্লিকা।বিষুব উপহারে



(৬)

যে তরুণী সুইসাইডাল নোটে অক্ষর ছেঁড়ে নি
তার জন্যই কবিতা শরীরের পাতাল
এরকম কিছু নিষ্ঠুরতায় সাবেক বেদেনী ঠোঁট

তদন্তকারীর চোখে : কৃষ্ণগর্তের বিষাক্ত নুন



(৭)

কথা ছিল : রবিনহুডের সাথে আজ পিকনিক যাবো
কুউউউ ঝিকঝিকঝিক।ঝিকমিক বারান্দা খুলে
সমস্ত দুর্ঘটনা যখোন ডায়রিঘটিত
সফেদ টুপিতে থাকা কালোকাকের পালক

মুন্ডু গেল।পেট গেল।তল কাটা তল।তারপর!!!!!


(৮)

নিজস্ব বিভ্রান্তির মাঝখানে
আত্মনদে ডুব দাও।ডুবুরি অভিনয়ের পর
রাম তেরি গঙ্গা মইলি।ও।মন্দাকিনীর স্বচ্ছতা
পোষাকি পোষাক পোষাকীয়।ঘন সিঁদুর এফোঁড়ে
মসজিদ - মন্দির - গির্জাগুরু সত্যি নয়
রাতেলু সঙ্গম ছাড়া।বকবাস্ মরুমরু ঝড়



(৯)

বয়স বাড়ছে।পালকি থেকে বাইক।যুদ্ধবিমান
মৃত ফুসফুস জোগাচ্ছে ফসফরাসি ভাতের খবর
পৃথিবী ঘটবার জন্যই।ঘটছে।ঘটনা।ভারি কথা
অটোমেশিনে সাইবার মেলানকলিকা ছিলিম
ঢেউ কাটছে।ঢেউ মরছে।ঢেউ চুষছে

যাবতীয় দরকারি হার।যৌনার্ত তারার সীমাকলম




5 comments:

  1. এ তুমি অন্য তুমি। এক অন্য রাহুল দা। ভালো লাগলো।

    ReplyDelete
  2. যেমন লেখো তার থেকে একটু আলাদা ফর্মে। খুব ভালো লেগেছে

    ReplyDelete
  3. অন্য রকম অনুভূতি

    ReplyDelete