Saturday 1 July 2017

অতনু গঙ্গোপাধ্যায়

নেভিগেশন সিরিজ – ( প্রথম পর্য্যায় )      
- ১-  
ওয়াই ফাই স্টেশনের কাছে বুড়ো বটতলা
তার বিষন্ন বিকাল জুড়ে গল্পকথায় মাঠ ফুরায়
এ শহরে
বাড়ো রুপকথা  ঃ বাড়ো চুপকথা
হা-ঘর ব্যথা, ডেনিম স্পর্ধায়
লি
লি
চুম্বন
ধুপকাঠি সন্ধ্যায়
ফেরো বিগ্রহ ঃ ফেরো কুলগুরু
ঢেউ আসে , পাশ ফেরে
কোচকানো শয্যায়
ছিপছিপে বৃস্টি, ভেজা বেলফুল
স্টেনগান জলপাই
দিন আনি দিন খাই
খেয়াতুর গল্পেরা
হাই তোল
মজ্জায় ।
২ ।
শব্দগহ্বরে বসে
ঠোঁট নড়া দেখেনি কতকাল
কথকতা
ঢেউ আসে,মুঠো ফসফরাস
মিনারেল ডাবখোল
চকমকি
ট্রলার,ট্রলার
স্কুপ উহ্য রাখে ভাবীকাল ঢেউ
স্পাইন্যাল একতারা মৃদু-মন্দ সুর
ধুয়ে মুছে
ফুরুত
ফুরুত
উড়ুক চড়াই।
৩।
যা ছিল,আড়াল হয়েছে
বায়ুভুক
যা ছিল না,উত্তাল
নিরালম্ব
জায়মান আছে কৈশিক ।

2 comments:

  1. ভাল লাগলো

    ReplyDelete
  2. দারুণ দাদা।আজ বড়ো সত্যি

    ReplyDelete