Saturday 1 July 2017

উৎপল বন্দ্যোপাধ্যায়

থার্মোমিটার (দুই)

       
পাপড়ি খুলে যায় জ্বরে
কে যেন থার্মোমিটার
পারদের অভিমানে ঠোঁট ফোলে
       
'ও' গ্রুপের রক্ত হয়ে বেঁচে আছি
         
প্যারাসিটামল ভোরে ইলেক্ ট্রন প্রীতি দেখে ঈশ্বরও হাঁটু মোড়েন
ডায়েরির ছেঁড়া পাতা--- হোক, তবুতো কবিতা
           
নিষেকের পর উই-এর হামলা থেকে
জাইগোট বাঁচাই




ডিজিট্যাল বিরহ


সিগারেট আর পেনসিল পাশাপাশি শেষ
                                                       হয়
তার ছবিগুলি শূন্যে পোড়ায়
               
আমাদের প্যারাসিটামল রাতের কবিতাগুলি মেঘভাঙা রাতের কার্নিভ্যালে
                                                   যায়
চুমুর জেরক্সগুলি পরস্ব ডাস্টবিন খোঁজে
ডিজিট্যাল বিরহ টি টেবিলের দখল নেয়
                     
ভাববাচ্যে কিছু এক্সপায়ার্ড ঝুমকোলতা
      আশ্রয় নেয় জানালার রডে

2 comments: