Saturday 1 July 2017

সহ-সম্পাদকীয় কলম

বর্ষার প্রেমে যখন ফুটবল পায়ে কচিকচি মুখগুলো মাঠে নেমে পড়ে, আমি তখনও কদমফুলের মায়া কাটাতে পারিনা। প্রতিটা বর্ষার মুখ তাকিয়ে কৃষকের মুখে হাসি ফোটে তাই সে যদি হয় তার মেয়ে বা ঋতু। বিশ্বউষ্নায়নের দোর গোড়ায় দাঁড়িয়ে একফোঁটা বৃষ্টি পড়লে কবিদের খাতায় কবিতা চাষ হয়। জানালায় হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়া কিংবা রঙবেরঙের কাগজের নৌকা ভাসানোর মধ্যেও যেন জীবন্ত হয়ে ওঠে কবিতা। কল্পনার জাল বিস্তার করে আমে, দুধে কবিতা যাপন করি সবাই। কবিতাকে জীবনের অঙ্গ করে তুলতে পারলে বোধহয় অনেক দুঃখ সুখ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেবে রথ কিংবা ঈদের মেলায়। কবিতাই পারে মানুষের মনের কথা বলতে, তাইতো প্রতিমাসে "অন্তহীন"নিয়ে পৌঁছে যাই আপনাদের কাছে। আর আবদার করি ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো শব্দ সাজাতে। কবিতা যাপনের উপযুক্ত পরিবেশ যদি গড়ে তুলতে পারি তাহলে আগামী দিনে আমরা আরও অনেকটা পথ অতিক্রম করতে পারব। আসুন আমরা সকলেই এক টুকরো কাগজ একটা কলম তুলে নেই আর মনের আঙিনায় একটার পর একটা কবিতার বীজ বপন করি।

2 comments:

  1. বাহ।বেশ লিখেছিস

    ReplyDelete
  2. বাহ অয়ন। ভাল লিখেছিস।

    ReplyDelete