Saturday 1 July 2017

দেবাশিস মুখোপাধ্যায়




পাহাড়ের দিনলিপি ১

ঠান্ডা অন্ধকারে ইঁদুরের গল্প
কুয়াশা বিকেলের ঘরে
দুধচা পেরিয়ে সেইসব দেখা না দেখা পাহাড়ি পথের ভাঙাচোরা ভালোবাসা সুমোর চাকায়
নষ্ট দিনের লমহে শুধু লতায় লতায়

পাহাড়ের দিনলিপি ২

পা পা করে পাহাড় চূড়ার ভোর
চিত্রকরের কাছে খুলে দিচ্ছে
তার অনাবৃত চূড়া আর চোখের
গভীরে  মগ্ন বাজার তুলে নেয়
জ্যান্ত মাছের চোখ তারিফে
গাছের গন্ধ বেশ ইঙ্গিত দিচ্ছে
রোমান্সের আড়মোড়া ভাঙার

2 comments: