Thursday 1 June 2017

তৈমুর খান


রাতের ব্রিজ 

মাটিতেই শ্রদ্ধা পুঁতে রাখি 
হৃদয় শুধু কেঁদে কেঁদে ফেরে 
বিহ্বল আর্তনাদ নদীতে ভাসাই 
বিবেক কল্পনালতা হয়ে ওড়ে 

আমার কি আকাশ আছে  ? 

রোজ ডান হাতে মেপে নিই খুদ 
জীবিকার মূর্খ অভিলাষ 
সারারাত ধান ভানে বুড়ি 
জবাগাছ বেড়ে ওঠে দেখি 

মানুষের ভেতরে মানুষ থাকে না  ? 
কে তবে থাকে  ? 

লোলমুখ প্রাণীদের বিবাহ বাসর 
বেশ বাজনা বেজে ওঠে 
আগুনের ব্যবহারও শুরু হয় 
কোনো কোনো অনৈতিক সংগমে 

তবুও জলের ফোয়ারার ধারে 
বসে থাকি কোনো কোনো বিকেলে 
আশার পোশাক দেখি রঙিন ঝরোকা 
দুলে দুলে সামনে আসে 

আহা দিন চলে যায় 
আহা আশা চলে যায় 
রাতের ব্রিজ দিয়ে দেখি রাত পার হয়  ! 



বিচ্ছিন্ন মানুষ 

এত শোকের ঝরনা 
আমি জল পান করতে পারিনি 

সারারাত নগ্ন রাত্রি কেঁদে গেল 
গুহায় গুহায় হিংস্র গর্জন উঠল 
মানবসভ্যতার কোনো রাস্তা চোখের সামনে দেখা গেল না 

দূর পাহাড়ের সীমানায় কাদের রংধনু শাড়ি উড়ল 
ফালা ফালা হৃদয়ের প্রতিধ্বনি শোনা গেল 
আর রক্তাক্ত মুচকুন্দ ফুলের বাঁশি 
                       জোনাকির সখ্যতায় জ্বলে উঠল 
                                                             দেখলাম 

কোনো বাজনার কাছে যেতে পারলাম না 
কোনো আহ্বানের কাছে আসতে পারলাম না 
এক অসত্য ভঙ্গুর ধ্বসের তীরভূমিতে দাঁড়িয়ে থাকলাম 
মেঘমন্ত্রহীন প্রচ্ছায়ার অন্তরালে 
                                    বিচ্ছিন্ন মানুষ এক  ! 

1 comment: