Thursday 1 June 2017

শৈলেন চৌনী

অন্তরালের রক্তহোলী

এতোটা অন্তরালে রক্তহোলি খেলে গেলে
নুয়ে পড়ি অপ্রকৃতিস্থ বৃক্ষের নিচে
আলাদা হতেই পারি না, অগ্নিচক্ষু অচ্ছেদ্য লেগে আছে তুমুল
কোমল বুকে আজ কে যেনো পাথর মারে
তারেই খুঁজি প্রতিবার নিদারুণ আবেগে
এ কী বন্ধন! বলো, বড় বেশি অধিকারে?
কুহকের মুখে চেঁচিয়ে বলি, ধুকেপুকে বেঁচে আছি
ভালোবাসার নামে ধ্বংসময় জীবনের কথকতা
শুনে যাও, দুঃখ আর শোকের অক্ষরে অক্ষরে লুটেরার গান
পুড়ে যায় আশার সোনালী ধান, নাভিশ্বাস বাড়ছে
টিকে আছে প্রাণ
রক্তহোলি উৎসবে দারুণ উথালপাতাল
ক্ষরণে ক্ষরণে মাতাল এ অন্তরাল...





2 comments:

  1. বাহ।খুব সুন্দর।লিখে যা

    ReplyDelete
  2. ভাল লাগল। আরও লেখ

    ReplyDelete