Thursday 1 June 2017

পৃথকদীপ ঘোষ

রোজ মনে পড়ে 
             

প্রতিটি চিন্তার ফাঁকে ফাঁকেই তোমার সেই মুখ ভেসে ওঠে
মনে পড়ে যায় একাকী দুপুর কিম্বা সন্ধেবেলা গুলো 
খুব গল্প বলতে তুমি আর মনের সাথে মিলিয়ে নিতে মন 
তারপর অনেক কথার উত্তর দিতে না , 'পরে বলব ' ব'লে । 

খুব জানতে ইচ্ছে করে এখন কিভাবে বিকেল কাটাও তুমি 
জানো , বিকেলবেলা নদীর ধারে বসে কুচো কুচো স্মৃতিগুলো 
কাগজের নৌকা বানিয়ে নদীতে ছুঁড়ে দিই । তবু নিস্তার নেই 
রোজ মনে পড়ে , আমি তাই বুকের মাটিতে ইঁদুর পুষেছি ...

2 comments:

  1. বুকের মাটিতে ইঁদুর পুষেছি।... ভাল লাগল কবিতা

    ReplyDelete