Thursday 1 June 2017

পার্বতী রায়



অপেক্ষা 

আজও কি বলে দিতে হবে 
 কতোখানি জুড়ে আছো 

এই বাতাস  , পাখির ডাক  মাঝখানে সতত তোমার যাওয়া - আসা 

লক্ষ্যভেদের সময় হলে কেন নিভে যায় সূর্য!
কপটতা ভরা দুটো চোখ 
 পাহারা দেয় জানালায় !

যেখানে পাহাড় অন্য কথা বলে 
নদী বদলে দেয় গতিপথ 
গোলাপের পাপড়ি তুলে ধরে সৌন্দর্য 

একোন প্রাদেশিক রক্তক্ষরণ 
শুষে নেয় জীবনীশক্তি , প্রাণবায়ু !

অপেক্ষা অপেক্ষা অপেক্ষা  
      অহর্নিশি ।

      
মূর্ত প্রতীক 


দূরে যেতে যেতে নিজের ছায়াটায় ছোটো হয়ে গেছে কখন 
জানালা দিয়ে তির্যক আলো  ভেসে আসে 
তোমার ভেতরে ধূমায়িত যা কিছু 
আজ প্রচ্ছদের আকারে প্রথম দেখলাম 

শোনার পরেও কিছু 
না - শোনা থেকেই যায়  
বিহ্বলতা পথিকের ধর্ম  

প্রকাশ্যে আসে যা কিছু তা সবই সত্য নয় ...

কিছু কিছু মুখের আদল দানবীয় হলেও 
গভীরে লুকিয়ে থাকে প্রেম 

আসলে প্রেম ছাড়া শিল্প হয়না 
শিল্পী নিজেই প্রেমের মূর্ত প্রতীক 

        

3 comments:

  1. দুটোই দারুন।তবে ২য় টা বেশি টানলো

    ReplyDelete
  2. খুব ভাল লাগল পার্বতী।

    ReplyDelete