Thursday 1 June 2017

দীপ্তি চক্রবর্তী

তবুও অজানায়

ললিপপ যখন তোমার কৌতুকে মেশে
আমি তখন বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখি

সোনালী রোদ্দুরে ভেজা আউশের ক্ষেত 
বহুদূর সীমার দিগন্ত আর কৃষ্ণবর্ণ চোখের তারা

মাটির সাথে পৃথিবীর নিবিড়তা মেপে
কেটেছে কতো বিনিদ্র রাত

দিনের শেষে চিবুক জড়ানো ঘুম নামে
স্তব্ধ হয় শহুরে কোলাহল

অচেনার গন্ধ মেখে খুঁজে যাই
নতুন ঠিকানার জমে থাকা রহস্যকথা

2 comments: