Thursday 1 June 2017

নদেরচাঁদ হাজরা

আলো


হৃদয়ের বারান্দায় দাঁড়িয়ে 
নিজেকে প্রশ্ন করিনি কোনোদিন
কেমন আছে আমার মন ?

সবসময় শুধু চেয়েছি
আর চেয়েছি
পাওয়ার নেশায় বুঁদ হয়ে থেকেছি

ভাবিনি কোনোদিন
দেওয়ার অভ্যাসও থাকতে হয়

আলো দিতে পারে উজ্বলতা
কিন্তু নিঃশেষ হলে কী হবে ?

ভাবা দরকার
তবুও ভাবিনি
অনভ্যাস গ্রাস করে রেখেছে সব

তবে এবার আলোকেও দাও কিছু
অন্ততঃ হৃদয়টুকু ৷


2 comments: