Thursday 1 June 2017

সুকান্ত ঘোষাল

ঝরণাতলা


বাঁ কানের প্রশংসা তোমার জন্য ছিল।
আমার দিকে কিছুটা এগিয়ে আসা
হাওয়া দিলে আত্মজ্ঞান নড়ে।
           
          দু'চাকার ব্যালেন্স
       মাঝে মধ্যে ঝরণাতলা

বাইরে খালি প্যাকেটের গায়ে
                                  বৃষ্টির শব্দ।
  
যেগুলো পারিনি
ততটা অপরিহার্য ফিরিয়ে দিলাম।
                  
                অবিকল
লেজে পা দেওয়ার মতো
                         গোপন যদি থাকে

অদৃষ্টের আরো পাঁচটি আঙুল।



তর্জনী বিষয়ক




সেই অনেকদিন আগের
কোন এক রাজা

এভাবেই অসামান্যের দিকে
চালিয়ে নিয়ে গেছে ।

আপাতত জলজ্যান্ত-
কীর্তি বুলিয়ে গরম হচ্ছে তর্জনী।



তর্জনী থেকে বীরত্ব পর্যন্ত
দাড়ি কাটার মতো চওড়া
আশ্চর্যের আগে আগে থাকি।

বসানোর জন্য যেগুলো তুলে দিলাম

তাদের কারণে চেয়ার ছেড়ে দাঁড়াই ।

1 comment:

  1. দুটোই দুর্দান্ত। শেষেরটা বেশি ভাল লাগল। আঁকাও খুব সুন্দর

    ReplyDelete