Thursday 1 June 2017

বীরেন্দ্রনাথ সপ্তসিন্ধু

অবগাহন
             

বহুকাল আমাদের স্নান করা হয়নি।
শরীরে পাপের গাঢ় কালিমা আলকাতরার প্রলেপের মত চিটিয়ে বসে।
চলো দেবী,স্নান করে আসি।
আজ যে যুগের অবসান ঘটিয়ে পুণ্যস্নানের নির্ঘণ্ট এসেছে ।
পাপ মেখে ভীড় করেছে শত মানুষের দল,ওরা সকলে তোমার অপেক্ষায়।
স্নানপূর্বে খুলে ফ্যালো তোমার শৃঙ্খলাবদ্ধ অলঙ্কার।
ছিঁড়ে টুকরো-টুকরো করো পুরাতন জরাজীর্ণ বস্ত্র ।
দেবী,মুক্তি দাও নিজেকে ঐ চিরাচরিত বেশভূষা থেকে।
পুণ্যস্নানের জন্য প্রয়োজন নেই গঙ্গা-যমুনা-গোদাবরীর ।
জলভরা মেঘের শুদ্ধ বৃষ্টিতে ভিজব আমরা।
স্নান শেষে তোমার ভিজে আঁচলে মুছবো সারা শরীর ।
দেহকে মুক্তি দেব কালিমা থেকে।
অগুন্তি শতক জুড়ে পাপ মেখে এ শরীর ভারাক্রান্ত ।
আজ অবগাহনের সময় এসেছে :
চলো দেবী,আমরা স্নানে যাই।

2 comments: