Thursday 1 June 2017

অয়ন মন্ডল

ভাড়াবাড়ি 


বাড়ি ছেড়ে এসেছি বহুদিন। 

মনে পড়ে,
আসা যাওয়ার মাঝে খোঁসা উঠে উঠে 
     পথঘাট সব নতুন 

আমার বাড়ির মালিক আছে 
কলতলা থেকে বাথরুমের জানলায় 
          বোলতা ওড়ে
আমার ঘরের বাঁদিকের কোণটায়
             কম্পিউটার 
ডানদিকে আমার বিছানা
তার উপর সাজানো সম্পদ 
     বই, খাতা, মোবাইল 
                         চার্জার--
কোনো বৈঠকখানা ছিলনা
কবিরাও আসত না

আমার ঘরটার বাইরে প্রতিদিন সূর্য উঠত
    চাঁদও উঠত
দুটি পাখি এসে তাদের প্রেমের গল্প শোনাত

আসলে আমার ভাড়াবাড়িটায় আমার
      মা-বাবা ছিলনা!

4 comments:

  1. খুব সুন্দর লেখা

    ReplyDelete
  2. খুব সুন্দর হয়েছে অয়ন

    ReplyDelete
  3. tumi valo lekho vai...sotti

    ReplyDelete
  4. সত্যিই আজ আমাদের ঘর ছোট হয়ে আসছে ।

    ReplyDelete