Thursday 1 June 2017

বিশ্বজিৎ দাস

সকালে লেখা কবিতা



পিচুটি মুছে ভারতবর্ষে
মেডিকেল পড়া ছাত্রীটি সটান প্রেমে পড়ে

রঙের বাঁশি নিয়ে
রোগ নির্ণয়ে কখনও ইনটার্নশিপ ছাড়েনি

ওকে ক্ষমা করলে এ বছর আজন্মা হবে!


ভাতের ফ্যান ঝাড়তে গিয়ে
শূন্য দৃষ্টি হলে মহাপুরুষ শুধুই নাড়ি টেপেন

জালিয়াতি ডুবেছে একমাত্র চুলে
অন্যান্য পাশের বাড়ি বুকের ডগায় নাচে

সন্দেহ-বেলায় উঁচু স্বর ক্রমশ বয়স মেনে নেয়!

5 comments:

  1. তোর প্রথম দশটা কবিতা বাছতে বললে এটাকে অবশ্যই রাখবো

    ReplyDelete
  2. পিচুটি মুছে ভারতবর্ষ... দারুন বিশ্ব

    ReplyDelete
  3. ওকে ক্ষমা করলে এ বছর আজন্মা হবে । অসাধারণ ভাবনা । দুর্দান্ত বিন্যাস

    ReplyDelete