Thursday 1 June 2017

জগন্নাথদেব মন্ডল

বর্ষাকালীন ট্রেন



জুনের মাঝামাঝি বৃষ্টি এলে ট্রেন জানালায় মেঘ জমে যায়
মানুষের মন ভিজে এল শ্রাবনদিনের মতো
নক্সা রুমাল,হলদে ছাতাও জল আটকাতে পারে না
ষ্টেশন চত্বরের ভেজা গুলমোহর হাসে
টিমটিমে চা দোকানে লতাজীর গান
আমি শেডের নীচের শালিখভেজা দেখি
কামরায় গান ওঠে অন্ধ বাউলের সাথে
সময় গেলে সাধন হবে না...
গানের সাথে চলতে শুরু করি
ট্রেন কাটোয়া,দাঁইহাট, সাহেবতলা,অগ্রদ্বীপ পেরিয়ে পেরিয়ে যায়...

3 comments:

  1. দুর্দান্ত লেখা।দারুণ

    ReplyDelete
  2. একটা বেশ ছবি ফুটে উঠল। লেখা ভাল লাগল

    ReplyDelete